Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

“১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত দেশের সর্বত্র জাটকা ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, বিনিময় ও ক্রয়-বিক্রয় এবং অবৈধজালের ব্যবহার দন্ডনীয় অপরাধ” জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ এর ডকুমেন্টরি ভিডিও লিংক গ্যালারী   মেনুর সাবমেনু ভিডিও গ্যালারীতে দেওয়া আছে  ভিডিও লিংক এর জন্য  এখানে ক্লিক করুন।

মা ইলিশ সংরক্ষণ অভিযান, ২০২৩


প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যঃ       

প্রকল্পের সার্বিক উদ্দেশ্য হলো স্থায়িত্বশীল মৎস্যচাষ ও ব্যবস্থাপনার মাধ্যমে রাজশাহী বিভাগে দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে সরকারের দারিদ্র্য হ্রাসকরণের উদ্যোগকে সহায়তাকরণ;

 

  • রাজশাহী এলাকায় মাছচাষ ও মুক্ত জলাশয় ব্যবস্থাপনার মাধ্যমে মাছের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ;
  • মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা, বিলুপ্তপ্রায় দেশীয় মাছের পোনা মজুদ ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে মাছের জীববৈচিত্র্য সুরক্ষা;
  • স্থায়িত্বশীল জলীয় বাস্তুতন্ত্র ও উৎপাদনশীলতা উন্নয়নের জন্য মাছের আবাসস্থল উন্নয়ন;
  • দরিদ্র মৎস্যজীবী ও মাছ চাষিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন;
  • উন্নত প্রযুক্তি গ্রহণ করে রাজশাহী এলাকার জলবায়ু পরিবর্তনের বিপন্নতা হ্রাস; এবং
  • রাজশাহী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার অধিক সুযোগ সৃষ্টি।

 

সুবিধাভোগীঃ

  • মৎস্যচাষি,
  • মৎস্যজীবী,
  • জেলে,
  • বেকার যুবক ও যুবমহিলা,
  • সদ্য পাশ করা মৎস্য গ্রাজুয়েট ও উন্নয়নকর্মী,
  • হ্যাচারি অপারেটরসহ মৎস্য সেক্টরে নিয়োজিত অন্যান্য জনগোষ্ঠী।